
স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীতে হঠাৎ করেই চরম বিদ্যুৎ ভোগান্তিতে পড়েছে গ্রাহকরা। রোববার সকাল থেকেই সাগরপাড়া নেসকো অফিসের অধিনস্ত গ্রাহকরা এই ভোগান্তির মধ্যে পড়ে। হঠাৎ এমন ভোগান্তির পর গ্রাহকরা নেসকো অফিসে ফোন কিংবা অফিসে যোগাযোগ করে সমস্যার কথা জানায়। পরে গ্রাহকরা জানতে পারেন প্রতিটি মিটারের লোড না বাড়ানোর জন্য এই সমস্যা দেখা দিয়েছে। চরম ভোগান্তিতে পরা গ্রাহকরা জানান, পূর্ব কোন নোটিশ বা ঘোষণা ছাড়াই হঠাৎ করেই সকালে আমাদের বাসায় ভোল্ট আপডাউন করছে। মিটারে বিদ্যুৎ থাকলেও বাসায় ঠিক মত সরবরাহ হচ্ছে না। বাড়ীতে বাচ্চাসহ বৃদ্ধরা আছে। বাসার ফ্রিজে খাবার দাবার আছে, সেগুলো নষ্ট হচ্ছে। আবার সামনে এইচএসসি পরীক্ষা । হঠাৎ বিদ্যুৎ না থাকায় এই চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। গ্রাহকরা জানান, অফিসে এসে জানতে পারলাম মিটারের লোড বাড়ানোর জন্য এসএমএস দেওয়া হয়েছে। আমরা...
Developed by BDITHOST