
স্টাফ রিপোর্টার: রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ এবং মহানগরের সাবেক সাধারণ সম্পাদক শফিকুল হক মিলনকে মুক্তি দিতে সাতদিনের আল্টিমেটাম দিয়েছেন দলটির চেয়ারপারসনের অন্যতম উপদেষ্টা মিজানুর রহমান মিনু। শনিবার জেলা ও মহানগর বিএনপি আয়োজিত এক সংবাদ সম্মেলন থেকে তিনি এই আল্টিমেটাম দেন। বলেন, দুই নেতাকে সময়সীমার মধ্যে মুক্তি না দিলে রাজশাহী থেকেই কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। প্রধানমন্ত্রীকে ‘হত্যার হুমকি’ দিয়ে গ্রেপ্তার হওয়া আবু সাঈদ চাঁদ তিন মাসের বেশি সময় ধরে কারাবন্দী রয়েছেন। দেশের বিভিন্ন জেলায় তাঁকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। কয়েকদফা রিমান্ডও মঞ্জুর হয়েছে তাঁর। আর ঢাকায় সমাবেশে গিয়ে গ্রেপ্তার হওয়া মিলন কারাগারে আছেন একমাসের বেশি সময় ধরে। তাকেও রাজশাহীর কয়েকটি নাশকতার মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। সংবাদ সম্মেলনে রাজশাহী বিএনপির শীর্ষ নেতা মিজানুর রহমান মিনু বলেন, মিলনকে...
Developed by BDITHOST