
স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রীকে ‘হত্যার হুমকি’ দিয়ে রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ যে বক্তব্য দিয়েছেন তা ‘স্লিপ অব টাং’ বলে মন্তব্য করেছেন দলটির চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান। এ জন্য দল বিব্রত জানিয়ে চাঁদের হয়ে সবার কাছে ক্ষমা চেয়েছেন তিনি। গত ১৯ মে বিকালে রাজশাহীর পুঠিয়া উপজেলার শিবপুর উচ্চ বিদ্যালয় মাঠে জেলা ও মহানগর বিএনপি আয়োজিত এক সমাবেশে চাঁদ বলেন, ‘আর ২৭ দফা ১০ দফার মধ্যে আমরা নাই। এক দফা- শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে। শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে। শেখ হাসিনাকে পদত্যাগ করার জন্য যা যা করার দরকার আমরা করব।’ এই বক্তব্যের ভিডিও রোববার বিকালে ছড়িয়ে পড়লে নিন্দা ও প্রতিবাদের ঝড় ওঠে। মঙ্গলবার দেশব্যাপী প্রতিবাদের ডাক দিয়েছে আওয়ামী লীগ। এর আগে রোববার দিবাগত মধ্যরাতেই রাজশাহীর পুঠিয়া উপজেলা আওয়ামী লীগের...
Developed by BDITHOST