
স্টাফ রিপোর্টার: আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়ার মামলায় রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদের আরও তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। পাঁচ দিনের রিমান্ড শেষে আজ মঙ্গলবার দুপুরে চাঁদকে আদালতে হাজির করে আরও ১০ দিনের রিমান্ডের আবেদন করেছিল পুলিশ। এ সময় রাজশাহীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৪ এর বিচারক মাহবুব আলম তাঁর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। জেলা পুলিশের আদালত পরিদর্শক পরিমল কুমার বিষয়টি নিশ্চিত করেছেন। পরিমল কুমার বলেন, ৫ দিনের রিমান্ড শেষে বিএনপি নেতা আবু সাঈদ চাঁদকে আদালতে আনা হয়েছিল। এরপর পুলিশের পক্ষ থেকে আরও ১০ দিনের রিমান্ড চাওয়া হয়। তবে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দেওয়ার এই মামলা জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) তদন্ত করছে। ডিবি পুলিশই চাঁদকে জিজ্ঞাসাবাদ করছে।...
Developed by BDITHOST