স্টাফ রিপোর্টার, চাঁপাইনবাবগঞ্জ : আন্তর্জাতিক স্বীকৃতি স্বরুপ শ্রীলঙ্কায় এশিয়ান কারাতে চ্যাম্পিয়নশিপে রেফারি লাইসেন্স অর্জন করলেন চাঁপাইনবাবগঞ্জের আমিরুল শেখ, ফাউন্ডার ও প্রধান কোচ, এবিসি মার্শাল আর্ট একাডেমি।
সম্প্রতি শ্রীলঙ্কার কলম্বোতে অনুষ্ঠিত হয়েছে ৯ম সাউথ এশিয়ান কারাতে চ্যাম্পিয়নশিপ ও ১ম সাউথ এশিয়ান ইউথ কারাতে কাপ (২০২৫)। ৫ ও ৬ জুলাই আয়োজিত এই প্রতিযোগিতাটি সাউথ এশিয়ান কারাতে ফেডারেশন কর্তৃক আয়োজিত হয়।
প্রতিযোগিতার আগে, ২ থেকে ৪ জুলাই পর্যন্ত অনুষ্ঠিত হয় রেফারি কোর্স ও লাইসেন্সিং পরীক্ষা, যেখানে অংশগ্রহণ করেন এশিয়ার ৯টি দেশের ৭৫ জন রেফারি।
বাংলাদেশ থেকে মোঃ আমিরুল শেখ অনু এই আন্তর্জাতিক মানের পরীক্ষায় অংশ নিয়ে জাজ-বি গ্রেডে উত্তীর্ণ হন। তিনি এবিসি মার্শাল আর্ট একাডেমির ফাউন্ডার ও প্রধান কোচ হিসেবে রেফারি ও জাজ হিসেবে সফলভাবে দায়িত্ব পালন করেন।
তিনি শুধু আন্তর্জাতিক পর্যায়েই নয়, দেশীয় পর্যায়েও নারী আত্মরক্ষা প্রশিক্ষণে অগ্রণী ভূমিকা পালন করছেন। বিশেষ করে নারী ও কিশোরীদের নিরাপত্তা ও আত্মবিশ্বাস বৃদ্ধির লক্ষ্যে তার একাডেমি নিয়মিতভাবে উইমেন সেল্ফ-ডিফেন্স ট্রেনিং প্রোগ্রাম পরিচালনা করছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এশিয়ান কারাতে ফেডারেশনের সাধারণ সম্পাদক মাইকেল হ্যাং, সাউথ এশিয়ান কারাতে ফেডারেশনের চেয়ারম্যান ভরত শর্মা এবং রেফারি কমিশনার চেয়ারম্যান শাহীন আক্তার।
এই অর্জন বাংলাদেশের কারাতে অঙ্গনের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক এবং নারী নিরাপত্তা ও ক্ষমতায়নের ক্ষেত্রে অনুকরণীয় উদ্যোগ।