নাচোল(চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: বুধবার ভোর ৫:৩০ মিনিটে চাঁপাইনবাবগঞ্জের নাচোলে নিজ বাড়িতে চার্জে দিয়ে রাখা অটো রিক্সার চার্জারটিকে সরাতে গিয়ে অসাবধানতাবশত মোসাঃ হাওয়া বেগম (৪০) ও তার মেয়ে আয়েশা খাতুন(২২) বিদ্যুৎ পৃষ্ট হয়ে দু'জনেই ঘটনাস্থলে মারা যায়। হাওয়া বেগম ও তার মেয়ে আয়েশা খাতুন চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল থানার নেজামপুর মরাতলা গ্রামের বাসিন্দা। প্রথমে হাওয়া বেগম বিদ্যুৎপৃষ্ট হলে পরে তার মেয়ে মোসাঃ আয়েশা খাতুন(২২) মাকে বাঁচাতে গিয়ে নিজেও বিদ্যুৎ পৃষ্ট হয়ে দু'জনেই ঘটনাস্থলে মারা যায়। পুলিশ জানায়, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মা-মেয়ের লাশ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
Developed by BDITHOST