নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা মঙ্গলবার। রাত ১২:০৫। ২০ মে, ২০২৫।

চাঁপাইনবাবগঞ্জের পাগলা নদীর উপর নির্মানাধীন বেইলী ব্রীজ পরিদর্শনে ড. মাওলানা কেরামত আলী

মে ১৯, ২০২৫ ৭:১৪ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ-মনাকষা রোডের পাগলা নদীর উপর নির্মানাধীন বেইলী ব্রীজ পরিদর্শন করেছেন শিবগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রাজশাহী মহানগর জামায়াতে ইসলামীর আমীর ড. মাওলানা কেরামত আলী ।

রবিবার (১৮ মে) বিকেলে তিনি এই ব্রীজ পরিদর্শন করেন । এসময় প্রায় দেড় বছর আগে শুরু হওয়া শিবগঞ্জের এই ব্রীজের কাজের মান ও গতি সহ সার্বিক বিষয়ে খোঁজ খবর নেন এবং উপজেলার দুর্লভপুর, মনাকষা ও বিনোদপুর সহ প্রায় ৬ টি ইউনিয়নের কয়েক লক্ষ মানুষের স্বপ্ন দ্রুত বাস্তবায়নের দাবী জানান । উপজেলার এসকল ইউনিয়নের বাসিন্দাদের ভোগান্তি দূরীকরণ ও জাতায়াতের সুবিধার্থে এই ব্রীজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, প্রায় দেড় বছর আগে শুরু হলেও রাজনৈতিক অস্থিরতা ও নির্মাণ সামগ্রী আমদানীসহ বিভিন্ন কারনে আশানুরূপ কাজ সমাপ্ত না হলেও সামনের সময়গুলোকে যথাযথভাবে কাজে লাগিয়ে দ্রুত এই কাজটি সম্পন্ন করা দরকার । একটি রাজনৈতিক দলের নেতা ও সাবেক জনপ্রতিনিধি হিসেবে দায়িত্বের জায়গা থেকে জনগনের সুবিধার্থে তিনিও সরকারের সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ করে এ কাজটি দ্রুত শেষ করতে চেষ্টা অব্যহত রাখবেন বলেও আশ্বাস দেন।

আরও পড়ুনঃ  নগরীর ১৫নং ওয়ার্ড বিএনপি কর্মী সম্মেলন অনুষ্ঠিত

এসময় শিবগঞ্জ উপজেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক আব্দুল মান্নান ও উপজেলা জামায়াতের সেক্রেটারি মো: বাবুল ইসলাম সহ অন্যান্য নেতাকর্মী, স্থানীয় গন্যমান্য ব্যক্তি ও জনসাধারণ উপস্থিত ছিলেন । নির্মাণাধীন এই ব্রীজ পরিদর্শন ও দ্রুত কাজ সমাপ্ত করার ক্ষেত্রে জনগনের পক্ষ থেকে সরকারের বিভিন্ন দপ্তরে যোগাযোগ ও চেষ্টা অব্যহত রাখার আশ্বাসে ধন্যবাদ জানান এলাকাবাসী ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।