
স্টাফ রিপোর্টার : চাঁপাইনবাবগঞ্জে আলোচিত জিয়াউর হত্যা মামলার প্রধান পলাতক আসামি ও চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শহীদ রানা টিপুকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আদালত এসব মামলার অভিযোগপত্র গ্রহণ করায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ ইউপি-১ শাখার সিনিয়র সহকারী সচিব জেসমিন প্রধান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ নির্দেশনা জারি করা হয়। ৭ সেপ্টেম্বর তারিখের ৮৭৯ নম্বর স্মারকের প্রজ্ঞাপনে জনস্বার্থে তাকে সাময়িক বরখাস্ত করা হয় বলে উল্লেখ করা হয়েছে। স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক দেবেন্দ্র নাথ উরাঁও জানান, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ ইউপি-১ শাখা থেকে ইউপি চেয়ারম্যান মো. শহীদ রানা টিপুর সাময়িক বরখাস্তের বিষয়ে একটি পত্র পাওয়া গেছে। এবিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। উল্লেখ্য...
Developed by BDITHOST