
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের টেলিকম ব্যবসায়ী রাজুকে কুপিয়ে গুরুতর জখম করে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেয়ার ঘটনার মামলার অন্যতম প্রধান আসামী কুখ্যাত কিশোর গ্যাং লিডার রিপনকে যৌথ সাঁড়াশি অভিযানে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৫ ) ও শিবগঞ্জ থানা পুলিশ। গ্রেফতার নাহিদ আহমেদ রিপন (২০) শিবগঞ্জ উপজেলার সদাশিবপুর এলাকার মৃত রুস্তম আলীর ছেলে। এ বিষয়ে শুক্রবার র্যাব-৫ এর মিডিয়া উইং থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়, চলতি মাসের ৭ তারিখ রাতে নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে দেড় লক্ষ টাকা নিয়ে বাসায় ফেরার পথে কিশোর গ্যাং দ্বারা গুরুতর জখমের শিকার টেলিকম ব্যবসায়ী রাজুর দায়ের করা মামলার ভিত্তিতে র্যাব-৫ রাজশাহীর সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প এবং মামলার তদন্তকারী কর্মকর্তাসহ বৃহস্পতিবার (১০ আগস্ট) দিবগত রাত সাড়ে ১১ টায় জেলার শিবগঞ্জ উপজেলার কানসাট বাজার এলাকায় গোয়েন্দা তথ্যের...
Developed by BDITHOST