নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ বৃহস্পতিবার। রাত ৩:০৫। ২৩ অক্টোবর, ২০২৫।

চাঁপাইনবাবগঞ্জে চালকদের দক্ষতা বৃদ্ধিতে কর্মশালা

জানুয়ারি ১৯, ২০২৩ ৬:৫৬
Link Copied!

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: ‘গতিসীমা মেনে চলি সড়ক দূর্ঘটনা রোধ করি’ এ স্লোগানকে সামনে রেখে বিআরটিএ সার্কেল সড়ক দুর্ঘটনা রোধকল্পে পেশাজীবি গাড়ি চালকদের পেশাগত দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ বিআরটিএ সার্কেল এর সহকারী পরিচালক ইঞ্জিন শাহজামান হক’র সভাপতিত্বে এতে সড়ক পরিবহন আইন ২০১৮ এর আওতায় বিভিন্ন অপরাধ ও শাস্তিমুলক ব্যবস্থা সম্পর্কে সচেতনতা বৃদ্ধিমূলক বক্তব্য রাখেন, মেডিকেল অফিসার শাহনাজ খাতুন, বিআরটিএ সার্কেল’র মোটরযান পরিদর্শক সেলিম হাসান, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং আবু হুজাইফা, চাঁপাইনবাবগঞ্জ জেলা ট্রাক ও ট্যাংকলরি কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি আইয়ুব আলী, বিআরটিএ চাঁপাইনবাবগঞ্জ সার্কেল’র অফিস সহকারী ও কর্মকর্তাবৃন্দ।

বৃহস্পতিবার সকালে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অর্থরিটি বিআরটিএ চাঁপাইনবাবগঞ্জ সার্কেল’র আয়োজনে ও চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন’র সহযোগিতায় জেলা শহরের শাহনেয়ামতুল্লাহ কলেজ বিজ্ঞান ভবনে প্রশিক্ষণটি অনুষ্ঠিত হয়। পরে চালকদের চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা এলাকায় অবস্থিত ট্রাক টার্মিনালে প্রশিক্ষণ নেয়া হয়। চাঁপাইনবাবগঞ্জ (বিআরটিএ) সার্কেল কর্তৃপক্ষ গাড়ি চালকদের পেশাগত দক্ষতা সচেতনতা বৃদ্ধিতে এ প্রশিক্ষণের অংশ হিসেবে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় বিভিন্ন শ্রেণির পেশার ৯৩ জন পেশাজীবী গাড়িচালক অংশ গ্রহণ করে।

    পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।