স্টাফ রিপোর্টার : চাঁপাইনবাবগঞ্জে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ৬০ বোতল ফেয়ারডিলসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্র জানায়, চাঁপাইনবাবগঞ্জ জেলার পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের দিকনির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক মো. এমাদুল হকের তত্ত্বাবধানে ডিবির একটি দল এ অভিযান পরিচালনা করে। এসআই (নিরস্ত্র) পলাশ চন্দ্র চৌধুরীর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে শনিবার (৩ জানুয়ারি ২০২৬) রাত সাড়ে ৮টার দিকে অভিযানটি চালানো হয়।
অভিযানকালে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন মনাকষা ইউনিয়নের সাহাপাড়া বৈরাগীপাড়া গ্রামে মো. আব্দুল মান্নান (৩০) এর বসতবাড়িতে তল্লাশি চালিয়ে ৬০ বোতল ফেয়ারডিল করা হয়। এ সময় তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মো. আব্দুল মান্নান (৩০) মৃত আলীম হোসেন ও কালুর পুত্র। তার মাতার নাম মোসা. ফাতেমা বেগম। তিনি সাহাপাড়া বৈরাগীপাড়া গ্রামের বাসিন্দা।
এ ঘটনায় উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করা হয়েছে এবং গ্রেপ্তার আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
