নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ বৃহস্পতিবার। সকাল ৬:৫২। ২৩ অক্টোবর, ২০২৫।

চাঁপাইনবাবগঞ্জে দুটি বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ১

ফেব্রুয়ারি ১৫, ২০২৩ ৬:৫২
Link Copied!

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর থেকে অস্ত্র ও গুলিসহ আব্দুর রাজ্জাক রাজু (২৬) নামের একজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। এ সময় তাঁর কাছ থেকে দুটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন ও আট রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার বিকেল ৫টার দিকে চৌডালা ইউনিয়নের বেলালবাজার থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। আব্দুর রাজ্জাক রাজু ভোলাহাট উপজেলার সুরানপুর গ্রামের ইউসুফ আলীর ছেলে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চৌডালা ইউনিয়নের বেলালবাজারের একটি চায়ের দোকানের সামনে অভিযান চালিয়ে আব্দুর রাজ্জাক রাজুকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে দুটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন ও আট রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

সহকারী পুলিশ সুপার আমিনুল ইসলাম বলেন, রাজু শিবগঞ্জ উপজেলার সোনা মসজিদ থেকে অবৈধ অস্ত্র সংগ্রহ করে রহনপুরে নিয়ে আসছিলেন। এ ছাড়া তিনি খুচরা মাদক ব্যবসার সঙ্গে জড়িত। এ ঘটনায় গোমস্তাপুর থানায় মামলা করা হয়েছে।

    পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।