
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : প্রতিহিংসার বিচারে বন্দী, গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে জণগণের আস্থার প্রতিক বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও উন্নত চিকিৎসা দাবিতে চাঁপাইনবাবগঞ্জে পদযাত্রা করেছে বিএনপি। শনিবার বিকালে জেলা বিএনপির আয়োজনে সন্ধ্যা কমিউনিটি হলের সামনে থেকে পদযাত্রাটি বের করা হয়। পদযাত্রাটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়। পদযাত্রা পরবর্তী সমাবেশে প্রধানমন্ত্রীকে পদত্যাগ করে একটি নির্দলীয় সরকারের অধিনে জাতীয় নির্বাচন দেয়ার দাবি করেন বিএনপি নেতারা। তারা বলেন, বর্তমান সরকারের অধীনে কোনো নির্বাচন হতে দেয়া যাবে না। এই সরকারকে সরিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করা হবে। দেশমাতা খালেদা জিয়াকে মুক্ত করে তারেক জিয়াকে দেশে ফিরিয়ে এনে আবার গণতন্ত্র ফিরিয়ে আনা হবে। এই স্বৈরাচারী সরকারের পতন, একদফা দাবি আদায় না হওয়া পর্যন্ত বিএনপি ঘরে ফিরে...
Developed by BDITHOST