নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা মঙ্গলবার। রাত ৪:৪২। ১৫ জুলাই, ২০২৫।

চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস উদ্যাপিত

জুলাই ১৪, ২০২৫ ১০:৪৩
Link Copied!

স্টাফ রিপোর্টার : ন্যায্য ও সম্ভাবনাময় বিশ্বে পছন্দের পরিবার গড়তে প্রয়োজন তারুণ্যের ক্ষমতায়ন- এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ (১৪ জুলাই) সারাদেশের ন্যায় চাঁপাইনবাবগঞ্জেও উদ্যাপিত হয়েছে বিশ্ব জনসংখ্যা দিবস। ১১ জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস হলেও পরিবার পরিকল্পনা অধিদপ্তরের কেন্দ্রীয় সিদ্ধান্তের আলোকে চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিবার পরিকল্পনা দপ্তর আজ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ উপলক্ষ্যে এক আলোচনা সভার আয়োজন করে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ। পরিবার পরিকল্পনা দপ্তরের উপপরিচালক শুকলাল বৈদ্যের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন ডা. এ কে এম শাহাব উদ্দিন এবং সদর উপজেলা নির্বাহী অফিসার মো. নুরুল ইসলাম। সভায় বক্তাগণ বলেন, পরিবার পরিকল্পনা বিভাগ জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করতে কাজ করে যাচ্ছে। এই সম্পদ যেনো অভিশাপে পরিণত না হয় সেজন্য পারিবারিক, সামাজিকসহ সকল ক্ষেত্রের সচেতনতা প্রয়োজন। তাঁরা আরও বলেন, তরুণরা সব করতে পারে। তারা যে ভালো করতে পারে তার অনন্য উদাহরণ জুলাই গণঅভ্যুত্থান আর আজকের বাংলাদেশ। আবার খারাপ যে করতে পারে তা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবরার হত্যায় আমরা দেখেছি। এসময় বক্তাগণ তরুণদের ক্ষমতায়নের উপর গুরুত্বারোপ করেন। আলোচনা সভায় সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, ছাত্র সমন্বয়ক, শিক্ষক এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে পরিবার পরিকল্পনায় বিশেষ অবদানের জন্য জেলা পর্যায়ে ৪জন কর্মী ও ৫টি প্রতিষ্ঠানকে সনদপত্র ও ক্রেস্ট প্রদান করা হয়।

আরও পড়ুনঃ  জেলা যুবদলের উদ্যোগে বাঘায় বৃক্ষ রোপণ

 

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।