নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ মঙ্গলবার। সন্ধ্যা ৬:১৩। ৯ ডিসেম্বর, ২০২৫।

চাঁপাইনবাবগঞ্জে র‍্যাব-৫ এর পৃথক অভিযানে দুই মাদক কারবারী গ্রেফতার

ডিসেম্বর ৫, ২০২৫ ৫:৪৪
Link Copied!

স্টাফ রিপোর্টার : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় র‍্যাব-৫, সিপিসি-১-এর পৃথক দুটি অভিযানে ইয়াবা ট্যাবলেট এবং আমদানী নিষিদ্ধ নেশাজাতীয় BUPRENORPHINE INJECTION সহ দুই মাদক কারবারীকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার র‍্যাব-৫ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে।

৪ ডিসেম্বর র‍্যাব-৫, এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে শিবগঞ্জ উপজেলার ৩ নম্বর দাইপুকুরিয়া ইউনিয়নের মির্জাপুর বাজার তিন রাস্তার মোড়ে অভিযান পরিচালনা করে। এসময় মোঃ সোহবুল হক (৪০) নামের এক মাদক কারবারীকে ১৯০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়।

আরও পড়ুনঃ  জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে মানুষ তার ন্যায্য অধিকার ফিরে পাবে : ডা. বারী

একই দিনে রাতে শিবগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের চক দৌলতপুর মন্ডলটোলা এলাকার মেসার্স আরাফাত মেডিকেল স্টোরে পৃথক আরেকটি অভিযান পরিচালনা করে র‍্যাব। সেখানে আমদানী নিষিদ্ধ অবৈধ নেশাজাতীয় BUPRENORPHINE INJECTION IP বিক্রি হচ্ছে এমন গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে দোকানের মালিক মোঃ আহসান হাবীব (৪২) কে ৩২ পিস নিষিদ্ধ ইনজেকশনসহ আটক করা হয়।

আরও পড়ুনঃ  বেগম জিয়া শুধু বিএনপির নয়, পুরো দেশের নেত্রী: বিএনপি নেতা মিলন

র‍্যাব জানায়, একই রাতে জেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী টহল ও অভিযান পরিচালনার সময় দুটি স্থানে পৃথকভাবে এসব মাদকদ্রব্য উদ্ধারের ঘটনা ঘটে। আটক দুই আসামি ও উদ্ধারকৃত আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শিবগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুনঃ  আর্জেন্টিনাসহ যেসব দেশ সুবিধা পাবে বিশ্বকাপের সূচিতে

প্রেস বিজ্ঞপ্তিতে র‍্যাব আরও জানায়, মাদক নির্মূলে র‍্যাব-৫-এর এ ধরনের অভিযান চলমান থাকবে এবং মাদক ব্যবসার সঙ্গে জড়িত সকলকে আইনের আওতায় আনা হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।