নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা সোমবার। রাত ১২:৩৯। ১৪ জুলাই, ২০২৫।

চাঁপাইনবাবগঞ্জে লুটপাট/ককটেলবাজি : আওয়ামী লীগ-বিএনপির ২৫ নেতাকর্মীর নামে মামলা

জুলাই ১৩, ২০২৫ ৬:১৭
Link Copied!

স্টাফ রিপোর্টার, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নে লুটপাট ও ককটেলবাজির ঘটনায় আওয়ামী লীগ ও বিএনপির ২৫ নেতাকর্মীর নামে মামলা হয়েছে। ১২ জুলাই চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় বিএনপি নেতা অসিম আলী বাদি হয়ে এ মামলা দায়ের করেন। মামলায় প্রধান আসামি করা হয়েছে ইসলামপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সরকারি চাল চুরি মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী জিয়াউর রহমানকে। অন্য আসামিরা হলেন, ইউনিয়ন বিএনপির একাংশের বিতর্কিত সভাপতি মাদক সম্রাট সাদিকুল ইসলাম, কিশোর গ্যাং লিডার আমিরুল ইসলাম, রিশান আলী, সামিরুল ইসলাম, সরকারি চাল চুরি মামলার আরেক আসামি ও ৬নং ওয়ার্ড সদস্য জামিরুল ইসলাম, মোঃ নাসির, মুনিরুল ইসলাম, মোঃ আলমগীর, মোঃ মাইনুলসহ অন্যরা। এরআগে গত বৃহস্পতিবার সন্ধ্যায় ও শুক্রবার সকালে শতাধিক ককটেল বিস্ফোরণ, ভাংচুর ও কয়েকটি বাড়িতে লুটপাট করে আওয়ামী লীগের সন্ত্রাসীরা। তাদের বিরুদ্ধে বিস্ফোরক ও বিশেষ ক্ষমতা আইনের একাধিক মামলা আছে। আওয়ামী লীগ সরকারের পতনের পরও তাদের দাপট একটুও কমেনি।

আরও পড়ুনঃ  হারানো মোবাইল ফিরে পেলেন প্রকৃত মালিকরা

এলাকাবাসীর অভিযোগ, এখানে আওয়ামী লীগ নেতাদের নেতৃত্বে বারবার অশান্ত হয়ে উঠছে ইসলামপুর। বিদেশি পিস্তল ও ককটেল হাতে দাপিয়ে বেড়াচ্ছে পুরো এলাকা। তাদের দাবি, প্রকৃত অপরাধী, অস্ত্র ও বোমা সন্ত্রাসের হোতাদের আইনের আওতায় এনে শাস্তি দিতে হবে। আগে আওয়ামী লীগ নেতাদের ছত্রছায়ায় সন্ত্রাসী কর্মকাণ্ড চালাতো ইউপি সদস্য জিয়া এখন প্রশ্রয় দেন বিএনপি নেতারা।

স্থানীয়রা বলছেন, জিয়া মেম্বারের ছেলে রিশান ও একই ইউনিয়নের স্কুলপাড়ার আব্দুল খালেকের ছেলে আমিরুল ইসলাম কিশোর গ্যাং লিডার। তাদের কাছে একাধিক বিদেশী পিস্তল ও গুলি রয়েছে। সম্প্রতি মহানন্দা নদী থেকে বালু উত্তোলনকে কেন্দ্র করে দ্বন্দ্বের সময় প্রকাশ্যে অবৈধ অস্ত্র প্রদর্শন করে তারা। বিষয়টি পুলিশের উর্ধতন কর্মকর্তা ও গোয়েন্দা বিভাগকে জানানো হলেও কোন ব্যবস্থা নেয়ার খবর পাওয়া যায়নি।

আরও পড়ুনঃ  পদ্মার ভাঙনে বিলীনের ‍মুখে ফেরিঘাট, আতঙ্কে পাড়ের বাসিন্দারা

এজাহারে বাদীর দাবি, আসামিরা দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনৈতিক ক্ষমতা ব্যবহার করে মহানন্দা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছেন।

অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন ও আমাদের রেকর্ডীয় জমির উপর দিয়ে বালু ভর্তি ট্রাক্টর আসা-যাওয়ায় নিষেধ করার কারণে আসামিরা আমাদের হুমকি দিয়ে আসছিলেন। মহানন্দা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও আমাদের জমির উপর দিয়ে পরিবহনে নিষেধ করাকে কেন্দ্র করে আসামিদের সঙ্গে বিরোধ তৈরি হয়। ওই বিরোধের জেরে আসামি সাদিকুল ইসলামের নেতৃত্বে বিদেশী পিস্তল, ককটেল, ধারালো হাসুয়া, রামদা, লাঠি লাদনাসহ অস্ত্র সজ্জিত হয়ে পোড়াগ্রাম চৌধুরীপাড়ায় অবৈধ অনুপ্রবেশ করে বৃষ্টির মতো ককটেল নিক্ষেপ করতে থাকে। অস্ত্রসজ্জিত সন্ত্রাসী বাহিনী সকাল ৯ টা থেকে সকাল সাড়ে ১০টা পর্যন্ত দেড় ঘন্টা ধরে তান্ডব চালায়। আতঙ্কে লোকজন বাড়ি থেকে পালিয়ে গেলে ভাংচুর ও লুটপাট চালায় সন্ত্রাসীরা। ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনের পরেও আওয়ামী লীগের সন্ত্রাসীরা নৃশংস তান্ডব চালাচ্ছে।

আরও পড়ুনঃ  ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে স্বপ্নবাজ বাগমারার দ্বিতীয় জয়

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার এসআই রাজু আহম্মেদ জানান, ইসলামপুরে ককটেলবাজির ঘটনায় মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের প্রক্রিয়া চলছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।