চাঁপাইনবাবগঞ্জে প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জে শুরু হয়েছে তিন দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা। বুধবার (১৬ নভেম্বর) সকাল সাড়ে ১০ টায় কালেক্টরেট ইংলিশ স্কুল মাঠে মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি চাঁপাইনবাবগঞ্জ ১ (শিবগঞ্জ)-৪৩ আসনের সংসদ সদস্য সামিল উদ্দিন আহমেদ শিমুল। চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন এর সভাপতিত্বে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার এ এইচ এম আবদুর রকিব, বিপিএম, পিপিএম (বার), সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল ওদুদ, উপপরিচালক, স্থানীয় সরকার, দেবেন্দ্রনাথ উরাঁও চাঁপাইনবাবগঞ্জ সিভিল সার্জন এস এম মাহমুদুর রশিদ, বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আব্দুস সামাদ। মূল প্রবন্ধ উপস্থাপনা করেন গোমস্তাপুর সোলেমান মিঞা ডিগ্রি কলেজের বাংলা বিভাগের প্রভাষক আব্দুর রাকিব। সঞ্চালনায় ছিলেন গোলাম ফারুক মিথুন। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান সরকার...
Developed by BDITHOST