নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা শুক্রবার। সন্ধ্যা ৬:০০। ৯ মে, ২০২৫।

চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির বর্ধিতসভা অনুষ্ঠিত

নভেম্বর ১৮, ২০২৪ ৭:৫১ অপরাহ্ণ
Link Copied!

ফয়সাল আজম অপু : চাঁপাইনবাবগঞ্জে নিজেদের মধ্যে কোন্দল মিটিয়ে ঐক্যবদ্ধ হয়ে সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে জেলা বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা বিএনপি বর্ধিতসভা আজ সোমবার (১৮ নভেম্বর) বেলা ১১ টায় জেলা বিএনপির আয়োজনে নবাবগঞ্জ সরকারি কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক মোঃ গোলাম জাকারিয়া (জাকা)।

জেলা বিএনপির সদস্য আবু তাহের খোকনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির রাজশাহী বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম আলিম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন
গোমস্তাপুর উপজেলা বিএনপির সদস্য সচিব ও জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম সেন্টু।
জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ রফিকুল ইসলাম (চাইনিজ রফিক), জেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহ্বায়ক অ্যাডভোকেট রফিকুল ইসলাম টিপু, হেদায়েতুল্লাহ, আরেফিন ইসলাম বুলু, সাবেক ছাত্রনেতা কামরুজ্জামান মুক্তা, আতিক হোসেন মুক্তা, জোহরুল ইসলাম বুলু, সোহেল, বিলাত প্রমূখ।

প্রধান অতিথি আমিরুল ইসলাম আলীম দলীয় কার্যক্রম গতিশীল করতে বিভিন্ন দিকনিদের্শনামূলক বক্তব্য দেন।

এ সময় তিনি দলকে শক্তিশালী করতে নিজেদের মধ্যে মান-অভিমান ভুলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান নেতাকর্মীদের প্রতি।
প্রসঙ্গত, চাঁপাইনবাবগঞ্জের সাবেক সংসদ সদস্য হারুনুর রশিদ গ্রুপ ও জেলা বিএনপি আহ্বায়ক গোলাম জাকারিয়ার নেতৃত্বে জেলা বিএনপি দুটি গ্রুপে বিভক্ত।
আর এর প্রভাব বিরাজ করছে উপজেলাগুলোতেও।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।