নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা বৃহস্পতিবার। সকাল ১০:২৩। ১৫ মে, ২০২৫।

চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক নবীন বরন উৎসব

মার্চ ১২, ২০২৩ ৬:৩৮ অপরাহ্ণ
Link Copied!

সাজিদুর রহমান,চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের বারঘরিয়া ইউনিয়নে অবস্থিত চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট এর ২০২২-২৩ খ্রিস্টাব্দে ভর্তিকৃত শিক্ষার্থীদের “ওরিয়েন্টেশন ও অভিভাবক দিবস” অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

আজ ১২ ই মার্চ ২০২৩ ইং বেলা ১১ টায় চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট এর মাঠে বিশাল সুসজ্জিত স্টেজে স্বতস্ফূর্তভাবে ছাত্র-ছাত্রী ও শিক্ষকদের উপস্থিতিতে এ অয়োজন সম্পন্ন হয়।

উক্ত আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য মোঃ আব্দুল ওদুদ ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হারুন -অর-রশীদ, চেয়্যাম্যান ৪ নং বারঘরিয়া ইউনিয়ন পরিষদ এবং সভাপতিত্ব করেন প্রকৌশলী এ.জে.এম মাসুদুর রহমান,অধ্যক্ষ,চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট।এছাড়াও আরো উপস্থিত ছিলেন ইলেকট্রিক্যাল বিভাগের ইন্সট্রাক্টর শামসুন্নাহার সুলতানা (টেক/আরএসি), ইন্সট্রাক্টর নন-টেক ও শিক্ষার্থী কল্যাণ কর্মকর্তা মো. আজিজুর রহমান, সিকিউরিটি অফিসার দীপ্ত সুন্দর বাশারসহ অনেক সুধীবৃন্দ।

আরও পড়ুনঃ  বাগমারায় জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত

অনুষ্ঠানের প্রথমার্ধে প্রধান অতিথি কর্তৃক আধুনিক ও দৃষ্টিনন্দন গেটের শুভ উদ্বোধনের পর অতিথিদের আসন গ্রহণ এবং পবিত্র কুরআন তেলাওয়াত,পবিত্র গীতা পাঠের মাধ্যমে সূচনা হয়। পরবর্তীতে নবীনদের ফুল দিয়ে বরণ করে স্বাগত বক্তব্য ও অভিভাবকদের বক্তব্যের সুযোগ দেওয়া হয়। সেখানে তারা তাদের মতামত প্রকাশ করে উল্লেখযোগ্য বিষয়সমূহ তুলে ধরে।

আরও পড়ুনঃ  বাগমারায় গলায় ফাঁস দিয়ে কলেজছাত্রীর আত্মহত্যা

চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট এর অধ্যক্ষ প্রকৌশলী এ.জে.এম মাসুদুর রহমান বলেন “শিক্ষায় শুধুমাত্র একটি জাতির উন্নয়নের মানদণ্ড,যে জাতি যত শিক্ষিত সে জাতি তত উন্নত। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বির্নিমানে কারিগরি শিক্ষার বিকল্প নেই,তাই আমরাও আধুনিক বাংলাদেশের রূপকারের সহায়ক হয়ে ইতিহাসের সাক্ষী হিসেবে থাকতে চায়। অভিভাবকদের উদ্দেশ্য বলেন আপনারা আপনাদের সন্তানদের যে দায়িত্ব আমাদের উপর দিয়েছেন তা সর্বাত্নক চেষ্টা করে সুশিক্ষায় শিক্ষিত মানুষ উপহার দিয়ে দেশের সম্পদে পরিনত করবো।” সেইসাথে শিক্ষার্থীদের জন্য হোস্টেলের ব্যবস্থা,পরিবহন ব্যবস্থা,অবকাঠামোগত উন্নয়নসহ সকল ধরনের সুযোগ সুবিধা বৃদ্ধির লক্ষ্যে আলোচনা করেন।

আরও পড়ুনঃ  গনিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান রঞ্জুর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

প্রধান অতিথি আব্দুল ওদুদ বলেন চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট আমাদের জেলাবাসীর গর্ব নতুন প্রজন্মের কারিগরি শিক্ষার সর্বোচ্চ বিদ্যাপীঠ এই প্রতিষ্ঠান।তাদের উন্নত শিক্ষার ধারা অক্ষুন্ন রাখতে যাবতীয় সহায়তা করতে আমি পিছপা হবো না।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।