
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বিভিষণ সীমান্তে ১৭ জনকে পুশ ইন করেছে বিএসএফ। আজ মঙ্গলবার সকালে ওই সীমান্তের লালমাটিয়া এলাকা দিয়ে তাদের পুশ ইন করা হয় বলে জানিয়েছেন ১৬ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম। পরে তাদের আটক করে পুলিশে সোপর্দ করা হয়। বিজিবির মাধ্যমে আটক হওয়া এসব নারী-পুরুষ ও শিশুদের গোমস্তাপুর থানা-পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। তারা সবাই বাংলাদেশি নাগরিক বলে নিশ্চিত করেছে পুলিশ ও বিজিবি। স্থানীয় ও বিজিবি সূত্রে জানা গেছে, সকালে বিভিষণ সীমান্তের লালমাটিয়া এলাকা দিয়ে ভারতের ওপারের চিলারদাড়া এলাকা দিয়ে ওই ১৭ জনকে পুশ ইন করে বিএসএফ। পরে তাদের আটক করে বিজিবি। নওগাঁ ১৬ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুশ ইনের শিকার নাগরিকেরা সবাই বাংলাদেশি। ১০...
Developed by BDITHOST