
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের জোহরপুর সীমান্তে অনুপ্রবেশের অভিযোগে আটক ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্য গনেশ মুর্তিকে ফেরত দেওয়া হয়েছে। আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার জহরপুর সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-বিএসএফের পতাকা বৈঠকের মাধ্যমে তাঁকে ফেরত দেওয়া হয়। বিজিবির ৫৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফাহাদ মাহমুদ রিংকু এ তথ্য নিশ্চিত করেন। এর আগে, ভোর সোয়া ৬টার দিকে বাংলাদেশ ভূখণ্ডে অনুপ্রবেশের সময় জনতার হাতে আটক হয়েছিলেন গনেশ মুর্তি। স্থানীয়রা আটক করে তাঁকে একটি কলাগাছের সঙ্গে বেঁধে রাখে। বিজিবি অধিনায়ক বলেন, গনেশ মুর্তি বিএসএফের ৭১ ব্যাটালিয়নের নুরপুর ক্যাম্পের সিনিয়র কনস্টেবল হিসেবে কর্মরত আছেন। জোহরপুর সীমান্তের সাতরশিয়া এলাকা দিয়ে বাংলাদেশ অংশে প্রবেশের সময় স্থানীয়রা তাঁকে আটক করে। পরে বিজিবির টহলদল তাঁকে উদ্ধার করে ক্যাম্পে নিয়ে আসে। এ সময় অস্ত্র ও গোলাবারুদ...
Developed by BDITHOST