চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পুলিশের ওপর হামলার অভিযোগে বিএনপির ১৫ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে ২০ জনের নাম উল্লেখসহ আরও অজ্ঞাতনামা ৮০-৮৫ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গার রশিকনগর গ্রামের সাবেক উপজেলা বিএনপির সাবেক সভাপতি আশরাফুল হকের বাড়িতে হামলার ঘটনা ঘটে। এ সময় সাতটি তাজা ককটেল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় শিবগঞ্জ থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) সাইফুল ইসলাম, কনস্টেবল আবদুল বারি, নজরুল ইসলাম ও মাহফুজ হক আহত হয়েছেন। গ্রেপ্তারকৃতরা হলেন সাবেক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সারোয়ার জাহান সেন্টু, মাইনুল ইসলাম মুকুল, আনারুল ইসলাম, কামাল উদ্দীন, তারিফুল ইসলাম, সাইরন ইসলাম, তাজেরুল ইসলাম, হারুন অর-রশিদ, মবিনুল ইসলাম ও শরিফুল ইসলাম। বাকিদের নাম-পরিচয় জানা যায়নি। এ ব্যাপারে শিবগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি আশরাফুল হক বলেন, ‘আগামী...
Developed by BDITHOST