
স্টাফ রিপোর্টার: তরুণদের ফ্রিল্যান্সিং এ এগিয়ে আসার আহ্বান জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহ্রিয়ার আলম, এমপি বলেছেন, চাকরির ক্ষেত্রে কিছু সীমাবদ্ধতা আছে, কিন্তু ফ্রিল্যান্সিং এর কোনো সীমাবদ্ধতা নেই। তিনি তরুণ প্রজন্মকে শুধু চাকরির পেছনে না ছুটে দক্ষ হয়ে বিশ্বমানের জীবনমান গড়ে তোলার পরামর্শ দেন। সোমবার (১৪ আগস্ট) বেলা সাড়ে এগারোটায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী তাঁর নির্বাচনি এলাকা রাজশাহীর বাঘায় মোজাহার হোসেন মহিলা ডিগ্রি কলেজের শেখ রাসেল ডিজিটাল ল্যাবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের আওতায় বেকার যুবক ও যুব মহিলাদের কর্মসংস্থানের নিমিত্তে ১৫ দিনব্যাপী ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তরুণ প্রজন্মের প্রতি বিভিন্ন দিকনির্দেশনা দিয়ে এ কথা বলেন। প্রশিক্ষণার্থীদের উদ্দেশে তিনি বলেন, ফ্রিল্যান্সিং এমন একটি বিষয় যেখানে শিক্ষাগত যোগ্যতা কোনো বিষয়ই না, দক্ষতা অর্জনই হলো গুরুত্বপূর্ণ। তাছাড়া ফ্রিল্যান্সিং আত্মনির্ভরশীল হিসেবে গড়ে উঠতে এবং...
Developed by BDITHOST