নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ বৃহস্পতিবার। রাত ২:৪৫। ১৬ অক্টোবর, ২০২৫।

চাকসু নির্বাচন, অভিযোগের পরও অসহায় নির্বাচন কমিশন—ছাত্রদলের ভিপি প্রার্থী

অক্টোবর ১৬, ২০২৫ ১২:২৯
Link Copied!

অনলাইন ডেস্ক : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাত, নিরাপত্তাহীনতা ও দায়িত্বহীনতার অভিযোগ তুলেছে ছাত্রদল সমর্থিত প্যানেল।

বুধবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে এক সংবাদ সম্মেলনে ভিপি প্রার্থী সাজ্জাদ হোসেন বলেন, “নির্বাচন কমিশনার এই নির্বাচনে কলঙ্কিত অধ্যায় প্রতিষ্ঠিত করেছেন। বারবার অভিযোগ দেওয়ার পরও তিনি অসহায়ত্ব দেখিয়েছেন। আমরা মনে করি, উনাদের জবাবদিহির আওতায় আনা উচিত।”

আরও পড়ুনঃ  বেনাপোল বন্দরে আল আরাফাত সিকিউরিটির বিরুদ্ধে অর্থ বাণিজ্যের অভিযোগ

তিনি আরও অভিযোগ করে বলেন, বিভিন্ন ভোটকেন্দ্রে নিরবচ্ছিন্ন এলইডি স্ক্রিন না থাকার কারণে ভোট পর্যবেক্ষণ ব্যাহত হয়েছে এবং কিছু প্যানেল বিশেষ সুবিধা পেয়েছে। আমরা দেখেছি, যেখানে অন্য প্রার্থীরা ঢুকতে পারেননি, সেখানে ছাত্রশিবির ও ছাত্রী সংস্থার প্রার্থীরা গিয়ে প্রচারণা চালিয়েছেন।

আরও পড়ুনঃ  চবিতে ভর্তি পরীক্ষা ২ জানুয়ারি, হবে তিন বিভাগীয় শহরে

একই সংবাদ সম্মেলনে জিএস প্রার্থী শাফায়াত হোসেন জানান, নতুন কলা অনুষদ ভবনের সামনে তার ওপর বহিরাগতদের হামলার চেষ্টা করা হয়। তিনি বলেন, “এই নির্বাচন আমরা যেভাবে চেয়েছিলাম সেভাবে হয়নি। নির্বাচন কমিশন লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে।”

আরও পড়ুনঃ  আজকের মধ্যে প্রজ্ঞাপন না দিলে বৃহস্পতিবার ‘মার্চ টু যমুনা’

ছাত্রদল সমর্থিত প্যানেল পুরো নির্বাচনী প্রক্রিয়া নিয়ে গভীর হতাশা ও ক্ষোভ প্রকাশ করে, নির্বাচন কমিশনের জবাবদিহি ও দায়বদ্ধতা নিশ্চিতের দাবি জানিয়েছে।-ইত্তেফাক

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।