অনলাইন ডেস্ক : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। ইতোমধ্যে নবাব ফয়জুন্নেসা হল ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া হলের ফলাফল ঘোষণা করা হয়েছে। বুধবার (১৫ অক্টোবর) দিবাগত রাত আড়াইটার দিকে এ ফল ঘোষণা করা হয়েছে। ফলাফলে দেখা গেছে, নবাব ফয়জুন্নেসা হলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপিপ্রার্থী সাজ্জাদ হৃদয় পেয়েছেন ২৯১ ভোট। আর ছাত্রশিবির সমর্থিত প্যানেলের ভিপিপ্রার্থী ইব্রাহীম হোসেন রনি পেয়েছেন ২১২ ভোটা। আর জিএস পদে এগিয়ে রয়েছেন ছাত্রশিবির সমর্থিত প্যানেলের সাঈদ বিন হাবিব। তিনি পেয়েছেন ২৬৪ ভোট। আর ছাত্রদল সমর্থিত প্যানেলের জিএস প্রার্থী শাফায়েত হোসেন পেয়েছেন ১১৭ ভোট এবং বৈচিত্র্য ঐক্যের সুদর্শন চাকমা পেয়েছেন ১৩৩ ভোট। এজিএস পদেও এগিয়ে রয়েছেন ছাত্রদল সমর্থিত প্যানেলের আইয়ুবর রহমান তৌফিক। তিনি পেয়েছেন ৩৪৪ ভোট। আর ছাত্রশিবির সমর্থিত প্যানেলের সাজ্জাদ...
Developed by BDITHOST