চারঘাট প্রতিনিধি : রাজশাহীর চারঘাট উপজেলার পুঠিমারী বাজার ব্যবসায়ী কমিটি গঠন হয়েছে। নতুন কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন মিলন আলী ও সাধারণ সম্পাদক হয়েছেন রুবেল আলী এবং কোষাধ্যক্ষ হয়েছেন নয়ন আহম্মেদ।
শুক্রবার (১০ অক্টোবর) সন্ধায় বাজারের সকল ব্যবসায়ীদের উপস্থিতিতে সকলের কণ্ঠ ভোটে নতুন এই কমিটি গঠন হয়।
উল্লেখ্য, পূর্বের কমিটি মেয়াদোত্তীর্ণ হওয়ায় গত তিন মাস আগে একটি আহবায়ক কমিটি গঠন করা হয়। এরপর শুক্রবার ব্যবসায়ীদের কণ্ঠ ভোটে নতুন কমিটি গঠন উপলক্ষে বাজারে অনুষ্ঠিত আলোচনা সভায় সকলের মতামতের ভিত্তিতে নতুন কমিটি গঠন করা হয়।
নতুন কমিটিতে আফিদুল ইসলাম সহ-সভাপতি, আনারুল ইসলাম সহঃ সাধারণ সম্পাদক, জাহাঙ্গীর আলম সাংগঠনিক সম্পাদক, আব্দুর রহমান দপ্তর সম্পাদক ও সুইট আলী, ডাবলু আলী, বিজয় কুমার ও নুরাপ আলী নির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন।
নবগঠিত কমিটির সভাপতি মিলন আলী বলেন, দীর্ঘ দিন পর মুঠিমারী বাজারের ব্যবসায়ীরা তাদের প্রতিনিধি নির্বাচিত করেছেন। সঠিকভাবে কমিটি পরিচালনার অভাবে উপজেলার প্রাচীন, জনগুরুত্বপূর্ণ ও ঐতিহ্যবাহী পুঠিমারী বাজার দিন দিন ঐতিহ্য হারাতে বসেছে। তাই নতুন কমিটি উদ্যোগ গ্রহণ করে এই বাজারের ঐতিহ্য ফিরিয়ে এনে বাজারে নানা সংস্কার, সংযোজন ও উন্নয়নে ভুমিকা রাখবে।