
চারঘাট (রাজশাহী) প্রতিনিধি : রাজশাহীর চারঘাটে মেডিকেল মোড়ের পাশে বেল্লাল টাওয়ারের কাছে অগ্নিকাণ্ডের ঘটনায় ৪টি পরিবারের প্রায় ১২টি ঘর ও ১ টি দোকান ভূস্মীভুত হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে উপজেলার চারঘাট পৌরসভার ৬নং ওয়ার্ড মিয়াপুরে এই ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো হলেন, মুক্তার হোসেন এর ছেলে শিশির, মুস্তাকিন, মকবুল এবং আলম এর ছেলে কাঠের দোকান মালিক বাবু। উপজেলা ফায়ার সার্ভিস অফিস সূত্রে জানা যায়, ভোররাত সাড়ে ৩টার দিকে পরিবারের সদস্যরা আগুন লাগার বিষয়টি জানতে পেরে চিৎকার দিতে থাকে। এ সময় স্থানীয় পাড়া প্রতিবেশীরা এসে ফায়ার সার্ভিসকে খবর দেয়। উপজেলা ফায়ার সার্ভিস দমকল বাহিনী এসে প্রায় ১ ঘন্টা ২০ মিনিট এর চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে। এতে ৩টি পরিবারের ১২টি ঘর ও একটি পরিবারের কাঠের নকশার দোকান পুড়ে যায়। ঘর...
Developed by BDITHOST