স্টাফ রিপোর্টার : রাজশাহীর চারঘাট উপজেলায় পরিবেশগত ছাড়পত্র ছাড়া এবং কৃষিজমির মাটি ব্যবহার করে পরিচালিত অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর ও উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) পরিবেশ অধিদপ্তর রাজশাহী বিভাগের উপপরিচালক মোছা তাছমিনা খাতুনের নেতৃত্বে চারঘাট উপজেলার বিভিন্ন এলাকায় এ মোবাইল কোর্ট পরিচালিত হয়। অভিযানে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ এর ৫ ও ১৫ ধারায় মোট পাঁচটি ইটভাটাকে দোষী সাব্যস্ত করে ৭ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এ সময় একটি ইটভাটার একাংশ ভেকু মেশিন দিয়ে ভেঙে ফেলা হয় এবং চিমনিতে পানি ঢেলে ভাটাটির কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়।
অভিযানকালে পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়, পরিবেশ ও কৃষিজমি রক্ষায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে। জনস্বার্থে পরিবেশ বিধ্বংসী যেকোনো কার্যক্রমের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে বলেও জানানো হয়।
অভিযানে সার্বিক সহযোগিতা করেন চারঘাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাহাতুল করিম মিজান।
