
স্টাফ রিপোর্টার : চারঘাটে আগ্নেয়াস্ত্র ও মাদকসহ এক চোরাকারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২৩ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১১ টার দিকে চারঘাটের বনকিশোর বাজারের বনকিশোর উচ্চ বিদ্যালয় খেলার মাঠ থেকে আসামিকে গ্রেফতার করা হয়। এসময় ২ টি আগ্নেয়াস্ত্র, ৫০০ গ্রাম হিরোইন, ৫২ বোতল ফেনসিডিল ও একটি মোটর সাইকেল জব্দ করা হয়। বৃহস্পতিবার (২৪ আগস্ট) দুপুরে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহীর পুলিশ সুপার মো. সাইফুর রহমান। গ্রেফতারকৃত আসামির নাম মো. সেলিম আলী (৩৩)। সে জেলার চারঘাট থানার ঝিকরা গ্রামের মো. নকিম উদ্দিনের ছেলে। তার বিরুদ্ধে পূর্বের হত্যা ও মাদকসহ মোট ৭ টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। পুলিশ সুপার মো. সাইফুর রহমান বলেন, বুধবার দুপুরে রাজশাহী জেলার ডিবি পুলিশের একটি টিম চারঘাট থানা এলাকায় অবস্থান করছিলো। গোপন...
Developed by BDITHOST