নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা বুধবার। রাত ৮:৪৪। ৯ জুলাই, ২০২৫।

চারঘাটে নকল ব্র্যান্ডে পানি উৎপাদন করায় জরিমানা

জুলাই ৯, ২০২৫ ৩:৩০
Link Copied!

চারঘাট প্রতিনিধি : রাজশাহীর চারঘাট উপজেলায় নকল ব্র্যান্ড ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার ও ব্যাটারী পানি উৎপাদনকারী একটি প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (৯ জুলাই) উপজেলার হলিদাগাছী এলাকায় অভিযানটি পরিচালনা করে বিএসটিআই-এর বিভাগীয় কার্যালয়।

অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জান্নাতুল ফেরদৌস। এছাড়া বিএসটিআই-এর রাজশাহী বিভাগীয় কার্যালয়ের সার্টিফিকেশন মার্কস উইংয়ের প্রকৌশলী জুনায়েদ আহমেদ ভ্রাম্যমাণ আদালতের প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  ১০ জনের একটা দল, সেখানেও যৌন হয়রানি: রুমিন ফারহানা

তিনি জানান, ‘ইমরান পিওর ড্রিংকিং ওয়াটার’ নামের প্রতিষ্ঠানটি বিএসটিআই’র অনুমোদন বা মানসনদ না নিয়েই খাবার পানি (জার) এবং ব্যাটারী পানি উৎপাদন ও বাজারজাত করছিল। প্রতিষ্ঠানটিতে কোনো কেমিক্যাল বা মাইক্রোবায়োলজিক্যাল পরীক্ষাগার ছিল না, এমনকি প্রয়োজনীয় যন্ত্রপাতিও ছিল না। ফলে উৎপাদিত পানির টিডিএস মাত্রা ছিল অত্যন্ত বেশি, যা ব্যাটারিচালিত যন্ত্রপাতির জন্য মারাত্মক ক্ষতিকর।

আরও পড়ুনঃ  জুলাই শহীদদের প্রেরণায় গণতান্ত্রিক রাষ্ট্র গড়া সম্ভব : উপদেষ্টা মাহফুজ

তাছাড়া প্রতিষ্ঠানটি ‘ভলভো’ ব্র্যান্ড নকল করে ব্যাটারী পানি বাজারজাত করছিল, যা আইনত শাস্তিযোগ্য অপরাধ। খাবার পানির ক্ষেত্রেও ছিল না কোনো স্বাস্থ্যকর ব্যবস্থা। গোটা প্রক্রিয়াটিই চলছিল অস্বাস্থ্যকর পরিবেশে, যা জনস্বাস্থ্যের জন্য হুমকিস্বরূপ। এ কারণে প্রতিষ্ঠানটিকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সকল প্রকার উৎপাদন ও বিপণন বন্ধ রাখার আদেশ দেওয়া হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।