স্টাফ রিপোর্টার: রাজশাহীর চারঘাট উপজেলায় ২৭১ বোতল ফেনসিডিলসহ আরিফুল হক ওরফে আরিফ (৩০) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার বাহাদুরপাড়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব-৫ এর রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল। সোমবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব এ তথ্য জানিয়েছে। র্যাব জানায়, বস্তায় ভরে পুকুরের পানিতে ডুবিয়ে রাখা হয়েছিল ফেনসিডিলগুলো। আরিফুলকে আটকের পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে সেগুলো উদ্ধার করা হয়। এ ব্যাপারে তার বিরুদ্ধে চারঘাট থানায় একটি মামলা করা হয়েছে। আসামি আরিফুলের বাড়ি চারঘাটের ইউসুফপুর বাহাদুরপাড়া গ্রামে।
Developed by BDITHOST