নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ শুক্রবার। রাত ১২:১৩। ১৯ সেপ্টেম্বর, ২০২৫।

চারঘাটে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা

সেপ্টেম্বর ১৮, ২০২৫ ১১:১০
Link Copied!

চারঘাট (রাজশাহী) প্রতিনিধি : শারদীয় দুর্গাপূজা ২০২৫ যথাযথভাবে উদযাপন উপলক্ষে রাজশাহীর চারঘাটে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, চারঘাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাহাতুল করিম মিজান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আল মামুন হাসান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আসাদুজ্জামান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাশেদুজ্জামান, চারঘাট মডেল থানার (ওসি) মিজানুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফরহাদ লতিফ, চারঘাট পল্লী বিদ্যুৎ এর জোনাল ম্যানেজার আসাদুজ্জামান, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা জহুরুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান, উপজেলা আনসার ভিডিপির কর্মকর্তা সেলিনা আক্তার, উপজেলা জামায়াতের আমীর মাষ্টার আবুল কালাম আজাদ, রাজশাহী জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি মাওঃ মোঃ শফিকুল ইসলাম, সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, আইনশৃঙ্খলা বাহিনী, সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ সহ উপজেলা ৩৮টি পূজা মন্দির কমিটির সভাপতি, সেক্রেটারি ও প্রতিনিধি বৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  বাংলাদেশ ও চীন হাতে হাত রেখে এগিয়ে যাবে : প্রধান উপদেষ্টা

সভায় শারদীয় দুর্গাপূজা সুষ্ঠভাবে উদযাপনের লক্ষে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।