পিন্টু আলী, চারঘাট (রাজশাহী) : রাজশাহীর চারঘাট উপজেলার (ইউসুফপুর, শলুয়া, সরদহ, নিমপাড়া, চারঘাট, ভায়ালক্ষীপুর) ইউপির বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে উপজেলা পরিষদ উন্নয়ন তহবিল ২০২৪-২৫ অর্থ বছরে শিশু শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
রবিবার (০৩ আগস্ট) সকাল ১০ টায় উপজেলা পরিষদের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে ও উপজেলা একাডেমিক সুপারভাইজার রাহেদুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফরহাদ লতিফ সহ বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, সাংবাদিক ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন।
একই দিনে মাধ্যমিক শিক্ষা অফিসারের আয়োজনে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও শ্রবণ প্রতিবন্ধীদের মাঝে শ্রবণ যন্ত্র বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস।