
চারঘাট (রাজশাহী) প্রতিনিধি : রাজশাহীর চারঘাটে পরকীয়ার সূত্র ধরে পারিবারিক বিরোধের জেরে স্বামী ও স্ত্রীর বাড়ির দু’পক্ষের সংঘর্ষে অনিক ইসলাম হৃদয় নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার গোপালপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় দুইজনকে আটক করেছে চারঘাট মডেল থানা পুলিশ। নিহত অনিক ইসলাম হৃদয় (২৪) উপজেলার মুক্তারপুর গ্রামের আবুল কালামের ছেলে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, উপজেলার মুক্তারপুর গ্রামের ইয়ার উদ্দিনের মেয়ে রেখার সাথে গোপালপুর গ্রামের মজিবরের ছেলে মিঠুনের বিয়ে হয় সাত বছর আগে। মিঠুনের একাধিক স্ত্রী রয়েছে, রেখারও তৃতীয় স্বামী মিঠুন। একটি মারামারির মামলায় জেল থেকে গত বুধবার জামিন পেয়ে বাড়িতে এসেছে মিঠুন। সে বাড়িতে এসে জানতে পারে স্ত্রী তারই আপন চাচাতো ভাই দীপুর সাথে পরকীয়া সম্পর্কে জড়িয়েছে। এরপর শনিবার দিবাগত রাত...
Developed by BDITHOST