
স্টাফ রিপোর্টার: চারদফা দাবি বাস্তবায়নের দাবিতে রাজশাহীতে বিক্ষোভ মিছিল করেছে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশের (আইডিইবি) রাজশাহী জেলা শাখা। রোববার দুপুরে রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। এর আগে পলিটেকনিক ইনস্টিটিউট মিলনায়তনে একটি আলোচনাসভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদের রাজশাহী জেলা শাখা এ অনুষ্ঠানের আয়োজন করে। সেখানেও তাদের চারদফা নিয়ে আলোচনা হয়। চারদফা দাবি হলো- ২০০০ সাল থেকে চালু থাকা চার বছর মেয়াদী ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সকে তিন বছরে নামিয়ে আনার আত্মঘাতি সিদ্ধান্ত থেকে সরে আসা, বিএনবিসি ২০২০-এ সংযোজিত জনস্বার্থবিরোধী ধারা ও উপধারা সংশোধন করা; ডিপ্লোমা প্রকৌশলীদের বিশেষ ইনক্রিমেন্ট প্রদান, পদোন্নতির কোটা ৫০ শতাংশে উন্নীতকরণ, পেশাগত সমস্যার সমাধান, বেকারদের কর্মসংস্থান ও বেসরকারী চাকরিতে কর্মরত ডিপ্লোমা প্রকৌশলীদের সমস্যা সমাধান করা এবং পলিটেকনিক ও কারিগারি...
Developed by BDITHOST