নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ শনিবার। রাত ১:৫২। ১ নভেম্বর, ২০২৫।

চারদিনের সরকারি সফরে পাবনা আসছেন রাষ্ট্রপতি

অক্টোবর ৩১, ২০২৫ ৮:০৬
Link Copied!

পাবনা প্রতিনিধি : রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন চারদিনের সরকারি সফরে আগামী বৃহস্পতিবার (০৬ নভেম্বর) পাবনা যাচ্ছেন। গত বুধবার (২৯ অক্টোবর) রাষ্ট্রপতির প্রটোকল অফিসার আবুল কালাম মো. লুৎফর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সফরসূচি অনুযায়ী, আগামী বৃহস্পতিবার হেলিকপ্টারযোগে পাবনায় পৌঁছাবেন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন। সেখানে পৌঁছে জেলা সার্কিট হাউজে গার্ড অব অনার গ্রহণ করবেন এবং সেখানেই রাত যাপন করবেন তিনি।

পরদিন শুক্রবার (০৭ নভেম্বর) রাষ্ট্রপতি আরিফপুরে গিয়ে তার পিতা-মাতার কবর জিয়ারত করবেন এবং আত্মীয়-স্বজনদের সঙ্গে সাক্ষাৎ করবেন। শনিবার (০৮ নভেম্বর) সার্কিট হাউজে নিকট আত্মীয়দের সঙ্গে দেখা করবেন এবং রাতেও সেখানেই অবস্থান করবেন। সফরের শেষ দিন রোববার (০৯ নভেম্বর) সার্কিট হাউজে গার্ড অব অনার গ্রহণ শেষে হেলিকপ্টারে করে ঢাকার উদ্দেশে রওনা হবেন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন।

বিজ্ঞপ্তিতে রাষ্ট্রপতির সফরকালীন সময়ে বিধি অনুযায়ী সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি জেলা প্রশাসককে প্রশাসনিক সমন্বয়সহ প্রয়োজনীয় যানবাহনের ব্যবস্থা করার নির্দেশনা দেওয়া হয়েছে।

 

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।