
শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি : এ যেন রীতিমতো যুদ্ধ পরিস্থিতি। কাঁথা-বালিশ, ঘটিবাটি গুটিয়ে নিয়ে গ্রাম ছেড়ে দলে দলে পালিয়ে যাচ্ছেন মানুষ। আজ মঙ্গলবার সকালে মাইক দিয়ে ডেকে চার গ্রামের রক্তক্ষয়ী সংঘর্ষের পর এমনই এক ভয়াবহ চিত্র দেখা গেছে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের কলিয়ার চর গ্রামে। আজ সকাল ১০টার দিকে উপজেলার রূপবাটি ইউনিয়নের কলিয়ার চর, বাগধুনাইল, করশালিকা ও রূপবাটি গ্রামের মসজিদের মাইক থেকে হঠাৎই গ্রামবাসীকে লাঠিসোঁটা, ফালা, হাঁসুয়া নিয়ে বের হতে আহ্বান করা হয়। সেই আহ্বানে সাড়া দিয়ে চার গ্রামের শত শত মানুষ বের হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। ঘণ্টাব্যাপী এ রক্তক্ষয়ী সংঘর্ষে বাগধুনাইল গ্রামের সিরাজ প্রামাণিকের ছেলে নজরুল প্রামাণিক (৫০) নিহত হন। এ ছাড়া উভয় পক্ষের আরও ১০ জন আহত হন। এলাকাবাসী জানান, বাগধুনাইল গ্রামের একটি খেলার মাঠ নিয়ে দুই গ্রামের...
Developed by BDITHOST