শাজাহান পাঠান, বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি: রড ভর্তি ট্রাকটি চালাচ্ছিলো হেলপার। পাশের সীটে বসা ছিলো চালক। নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা আরেকটি রড ভর্তি ট্রাকটিকে পেছন দিক থেকে আঘাত করায় ঘটনাস্থলেই চালকের আসনে থাকা ওই হেলপারের মৃত্যু হয়। গুরুতর আহত হয় হেলপারের আসনে থাকা চালক। মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের কাছিকাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ওই হেলপারের নাম আবু সাঈদ (১৮)। সে রাজশাহীর কাশিয়াডাঙ্গার উত্তরবালিয়া গ্রামের এনামুল হোসেন ছেলে এবং আহত চালক নাসিম হোসেন (২৫) একই গ্রামের টিটু আলমের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা রড ভর্তি ট্রাকটি চালাচ্ছিলেন হেলপার আবু সাঈদ। কাছিকাটা টোলপ্লাজার পূর্ব পাশে একটি ট্রাক দাঁড়িয়ে ছিল। দ্রুতগতিতে আসা ট্রাকটি নিয়ন্ত্রণ করতে না পেরে পেছন দিক থেকে দাঁড়িয়ে থাকা ট্রাকটিকে সজোরে আঘাত করে। এতে ঘটনাস্থলেই আবু সাঈদের মৃত্যু হয় ও চালকের পাশের আসনে থাকা ট্রাকটির মূল চালক নাসিম হোসেন গুরুতর আহত হন। তবে দাঁড়িয়ে থাকা ট্রাকটিতে কেউ না থাকায় তাতে কেউ হতাহত হয়নি।
বনপাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ ইসমাইল হোসেন জানান, দুটি ট্রাকই জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় অন্যান্য প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।