
স্টাফ রিপোর্টার: রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় চালককে বেঁধে রেখে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়া ছিনতাই হওয়া ব্যাটারিচালিত অটোরিকশাটিও উদ্ধার করা হয়েছে। অটোরিকশাটি যেন কেউ চিনতে না পারে সে জন্য সেটি খুলে ফেলা হয়েছিল। ব্যাটারি, চাকাসহ অটোরিকশাটির অন্যান্য পার্টস খণ্ড খণ্ড ভাবেই উদ্ধার করেছে পুলিশ। গ্রেপ্তার চারজন হলেন- গোদাগাড়ীর চৌদুয়ার গ্রামের রুবেল হোসেন ওরফে সুজন (৩২), একই গ্রামের আনোয়ার হোসেন ওরফে সুমন (২৯), কালিদীঘি কৃষ্ণবাটি গ্রামের মো. ইমন (২৪) এবং বসন্তপুর গ্রামের মো. আপেল (৪২)। গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ১৪ মার্চ সন্ধ্যায় এই চার আসামি রনি ইসলাম (২২) নামের এক চালকের অটোরিকশা ভাড়া করেছিলেন। রনির বাড়ি রাজশাহীর দামকুড়া থানার মুরারীপুর গ্রামে। রাজশাহী মহানগরীর আমচত্ত্বর এলাকা থেকে ওই চারজন গোদাগাড়ীর...
Developed by BDITHOST