
স্টাফ রিপোর্টার: রহনপুর-চাঁপাইনবাবগঞ্জ-ঢাকা রুটে ‘ম্যাংগো স্পেশাল’ ট্রেন উদ্বোধন করেছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন, এমপি। বৃহস্পতিবার বেলা এগারোটায় চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ে স্টেশন হতে রেলমন্ত্রী প্রথমে ফিতা কেটে ও পরে সবুজ পতাকা উড়িয়ে ‘ম্যাংগো স্পেশাল’ ট্রেন উদ্বোধন করেন। প্রতিবছর উত্তরবঙ্গের বহুল উৎপাদিত আম পরিবহনের সুবিধার্থে এই বিশেষ ট্রেন উদ্বোধন করা হয়। এ অঞ্চলে উৎপাদিত আমের সঠিক বাজারজাতকরণের লক্ষ্যে ২০২০ সালে প্রথম ‘ম্যাংগো স্পেশাল’ ট্রেন চালু হয়েছিল। এ নিয়ে চতুর্থ বারের মতো চালু হলো বিশেষ ম্যাংগো ট্রেন। এ উপলক্ষ্যে চাঁপাইনবানগঞ্জ রেলওয়ে স্টেশনে একটি উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে রেলমন্ত্রী প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন। চাঁপাইনবাবগঞ্জকে আমের রাজধানী হিসেবে উল্লেখ করে নূরুল ইসলাম সুজন বলেন, রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ আমের জন্য বিশেষভাবে পরিচিত। এই এলাকায় প্রচুর পরিমাণ আম উৎপাদিত হয়। এখান থেকে সারাদেশে তো বটেই,...
Developed by BDITHOST