মাসুম আল ইসলাম, বিশেষ প্রতিবেদক : ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় সরকারি স্বাস্থ্য সেবার অপ্রতুলতা ও অব্যবস্থার সুযোগ নিচ্ছে বেসরকারি ক্লিনিক এবং ডায়াগনিস্টিক সেন্টারের মালিকরা৷ এতে নাগরিকরা স্বাস্থ্য সেবার পিছনে অর্থ ব্যয় করছেন ঠিকই , কিন্তু পাচ্ছেনা মানসম্মত সেবা ৷ একটি ডায়াগনষ্টিক সেন্টারে নেই কোন চিকিৎসক, টেকনিশিয়ান অথবা প্যাথোলজিষ্ট। তবুও চলছে চিকিৎসা-সেবা কার্যক্রম। মানুষের ৫টি মৌলিক অধিকারের মধ্যে অন্যতম হচ্ছে চিকিৎসা-সেবা। সম্প্রতি, চিকিৎসা-সেবা নিয়ে নানান প্রশ্ন উঠেছে জনমনে। কিছু অসাধু ও স্বার্থান্বেষী ব্যক্তিদের কারণে এ মৌলিক অধিকারের বিষয় প্রশ্নবিদ্ধ হচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সরকারের পক্ষ থেকে অধিকতর গুরুত্বারোপ না করা হলে- এ মৌলিক অধিকার থেকে সর্বসাধারণ বঞ্চিত হতে পারে বলেও মন্তব্য করা হচ্ছে! এ বিষয়ে ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় অনুসন্ধানে গেলে বেড়িয়ে আসে চাঞ্চল্যকর তথ্য! অনুসন্ধানী প্রতিবেদন- ১ব্যাপক অনিয়ম ও অব্যবস্থাপনার মধ্য...
Developed by BDITHOST