
স্টাফ রিপোর্টার: রাজশাহীর চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যসেবায় নিয়োজিত কর্র্মীদের সঙ্গে শুভেচ্ছা ও মতবিনিময় সভা করেছেন সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। রোববার বেলা সাড়ে ১১টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত রাজশাহী মেডিকেল কলেজের ডা. কাইছার রহমান চৌধুরী মিলনায়তনে আয়োজিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন মেয়র লিটন। সভায় প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এই সদস্য বলেন, আমি আরেকটিবার মেয়র পদে সুযোগ পেলে রাজশাহী সিটির আয়তন বৃদ্ধি, শিল্পায়ন ও কর্মসংস্থান সৃষ্টি, রাজশাহীতে স্পেশালাইজড হাসপাতালসহ চিকিৎসাক্ষেত্রে ব্যাপক উন্নয়ন করতে চাই। আসন্ন সিটি নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী লিটন বলেন, ১৪ হাজার তরুণ-তরুণীর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে বঙ্গবন্ধু শেখ মুজিব হাইটেক পার্কের কার্যক্রম শুরু হয়েছে। আমাদের নতুন প্রজন্মকে আইটি ক্ষেত্রে প্রশিক্ষিত করতে নগর ভবনে একটি ও শহরের বিভিন্ন স্থানে ১০টি কম্পিউটার ট্রেনিং সেন্টার...
Developed by BDITHOST