নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ সোমবার। ভোর ৫:২৬। ১ সেপ্টেম্বর, ২০২৫।

চিকিৎসায় গাফিলতির কারণে চার কন্যাসন্তানের ভ্রূণ হারান সানি লিওন!

আগস্ট ৩১, ২০২৫ ৭:০৭
Link Copied!

অনলাইন ডেস্ক : সন্তানসুখের আশায় খরচ করেছেন কোটি কোটি টাকা। কিন্তু কী কারণে একসঙ্গে চার কন্যাভ্রূণ হারাতে হয় অভিনেত্রীকে? তিন সন্তান নিয়ে ভরা সংসার সানি লিওনের। প্রথম সন্তান নিশাকে দত্তক নিয়েছিলেন। তার পরে সারোগেসির মাধ্যমে জন্ম নেয় যমজ সন্তান— নোয়া ও অ্যাশর। সারোগেট মা-কে নাকি বড় অঙ্কের অর্থ দিয়েছিলেন সানি। কিন্তু, একটা সময়ের পর চারটি ভ্রূণ হারান অভিনেত্রী। এ বার সে কথাই প্রকাশ্যে আনলেন।

আরও পড়ুনঃ  বেনাপোল কাস্টমসে সিপাহি বরখাস্ত, দু’জনকে শোকজ

কেন সারোগেসির পথ বেছে নিয়েছিলেন অভিনেত্রী? সানি কি নিজে সন্তানধারণ করতে চাননি? অভিনেত্রী জানান, তিনি সন্তানধারণ করতে চাননি। সারোগেট মাকে তাঁরা সাপ্তাহিক ভাবে অর্থ দিতেন। সেই টাকার অঙ্ক এতটাই বড় ছিল যে, একটি বাড়ি পর্যন্ত কিনে ফেলেন ওই মহিলা। সানি জানান, একটা সময় তাঁরা আইভিএফের সাহায্য নেন। ডিম্বাণু সংরক্ষণ করা শুরু করেন সানি। তখন প্রায় ছটি ভ্রূণ তৈরি হয়। যার মধ্যে চারটি কন্যা ও দু’টি পুত্র ছিল। সানি জানান, তাঁর বরাবরের ইচ্ছা কন্যাসন্তানের মা হবেন। সানির অভিযোগ, চিকিৎসকের গাফিলতিতে মারা যায় কন্যাভ্রূণগুলি। সানির কথায়, ‘‘ওই মুহূর্তটা আমি ও আমার স্বামী একে অপরের ঢাল হয়ে দাঁড়াই। যখন দেখলাম বয়ামগুলো ফাঁকা, খুব কষ্ট হয়েছিল। কিন্তু কারও কাছে প্রকাশ করতে পারিনি। এর পর চিকিৎসক বদল করি।’’

আরও পড়ুনঃ  শেষমেশ ওরিকেই ‘স্বামী’ বলে পরিচয় দিলেন জাহ্নবী

২০১১ সালে ড্যানিয়েল ওয়েবারকে বিয়ে করেছিলেন সানি। তখনও তাঁরা নীলছবির দুনিয়ায় ছিলেন। ২০১৭ সালে তাঁরা এক কন্যাকে দত্তক নেন, নাম রাখেন নিশা। এর পর ২০১৮-য় জন্ম নোয়া ও অ্যাশরের। সূত্র: আনন্দবাজার

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।