
অনলাইন ডেস্ক : বাংলাদেশ নারী ফুটবল দল প্রথমবারের মতো এএফসি অ-২০ টুর্নামেন্টের মূল পর্বে খেলবে। আগামী বছর ১ থেকে ১৮ এপ্রিল থাইল্যান্ডে হতে যাওয়া প্রতিযোগিতার ড্র অনুষ্ঠিত হয়েছে আজ ব্যাংককে। ২০১৯ সালেও এএফসির এই প্রতিযোগিতায় স্বাগতিক ছিল থাইল্যান্ড। ওই আসরের থাইল্যান্ড অ-২০ নারী দলের অধিনায়ক এই ড্র অনুষ্ঠানে পটগুলো থেকে দলের নাম তুলেছেন। বাংলাদেশ প্রথমবারের মতো এই আসরে অংশ নেওয়ায় চার নম্বর পটে ছিল। প্রতি পটে তিনটি করে দল ছিল। চার নম্বর পট দিয়ে ড্র শুরু হয়। প্রথমেই বাংলাদেশের নাম ওঠায় তারা ‘এ’ গ্রুপের চতুর্থ দল হয়। পরে তৃতীয় ও দ্বিতীয় পট থেকে প্রথমে ওঠায় ভিয়েতনাম ও চীন ‘এ’ গ্রুপের তিন ও দুই নম্বর দল হয়। থাইল্যান্ড স্বাগতিক হিসেবে ‘এ’ গ্রুপের প্রথম দল হবে, এটা আগেই নির্ধারিত ছিল। চূড়ান্ত পর্বে...
Developed by BDITHOST