
অনলাইন ডেস্ক : কলকাতার বড়বাজার এলাকা থেকে ব্যাগ ও স্বর্ণালংকার চুরির অভিযোগে টালিউড অভিনেত্রী রূপা দত্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগেও চুরির অভিযোগে আটক হওয়া এই অভিনেত্রীকে নিয়ে ফের খবরের শিরোনাম হয়; আর এতে বিপাকে পড়েন অভিনেতা অঙ্কুশ হাজরা। কারণ, সংবাদমাধ্যমে রূপার পরিচয় হিসেবে বারবার অঙ্কুশের সিনেমার নায়িকা ব্যবহার করা হয়েছে। ভারতীয় গণমাধ্যমের খবর, গত ১৫ অক্টোবর বড়বাজারে এক নারীর ব্যাগ চুরি হয়। ওই ব্যাগে প্রায় ২০ গ্রাম ওজনের একটি সোনার মঙ্গলসূত্র, একটি বৈষ্ণোদেবী লকেটসহ প্রায় ২০ গ্রাম ওজনের সোনার চেইন, দুটি সোনার ব্রেসলেট এবং প্রায় ৪,০০০ ভারতীয় রুপি ছিল। অভিযোগের ভিত্তিতে পুলিশ রূপা দত্তকে তার নিজ এলাকা থেকে গ্রেপ্তার করে। চুরির অভিযোগে এটি রূপা দত্তের প্রথম গ্রেপ্তার নয়। এর আগেও একবার তিনি আটক হয়েছিলেন। যেহেতু রূপা দত্ত অভিনেতা অঙ্কুশ...
Developed by BDITHOST