
অনলাইন ডেস্ক : তিন দিনের মধ্যপ্রাচ্য সফরের অংশ হিসেবে সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবি যান যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সৌদি আরব ও কাতার সফর শেষে বৃহস্পতিবার (১৫ মে) তিনি আবুধাবিতে পৌঁছালে তাকে বরণ করে নেন দেশটির প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। বিমানবন্দরে পৌঁছানোর পরপরই ট্রাম্প ও তার সফরসঙ্গীদের জন্য আয়োজন করা হয় বিশেষ ঐতিহ্যবাহী সাংস্কৃতিক পরিবেশনা। আমিরাতি তরুণীরা ‘খালেগি’ নাচের মাধ্যমে তাকে স্বাগত জানান, যেখানে অংশগ্রহণকারীরা লম্বা চুল খোলা রেখে মাথা দুলিয়ে নৃত্য করেন। ট্রাম্প উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, “দারুণ লাড়ছে!” মার্কিন প্রেসিডেন্টের যোগাযোগ পরামর্শক মার্গো মার্টিন সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ একটি ভিডিও শেয়ার করেন। তাতে দেখা যায়, নাচের তালে চুল দোলাচ্ছেন স্থানীয় তরুণীরা। এর আগে সফরের প্রথম দিন মঙ্গলবার ট্রাম্প পৌঁছান সৌদি আরবে এবং বুধবার ছিলেন কাতারে।...
Developed by BDITHOST