নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ মঙ্গলবার। বিকাল ৩:৩৮। ১৬ সেপ্টেম্বর, ২০২৫।

চেক জালিয়াতি মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

অক্টোবর ১২, ২০২৩ ৭:১১
Link Copied!

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে ৯০ লাখ টাকা চেক জালিয়াতি মামলার সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। এই ব্যক্তির নাম আবদুস সালাম মন্ডল ওরফে কয়লা সালাম। বাড়ি জেলার দুর্গাপুর উপজেলার ফকিরপাড়া গ্রামে।
বুধবার দিবাগত রাত ১১টার দিকে রাজশাহীর পুঠিয়া উপজেলার শিবপুর জাগিরপাড়া গ্রাম থেকে সালামকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‍্যাব এ তথ্য জানিয়েছে।
র‍্যাব জানায়, ৯০ লাখ টাকার চেক জালিয়াতির ঘটনায় করা দুই মামলায় যশোরের আদালতে সালামের এক বছর করে দুই বছর কারাদণ্ড হয়েছে। গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে তিনি আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।