
ফরিদপুর প্রতিনিধি :ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় আব্দুল ওহাব মাতুব্বর (৭৩) নামের এক নিরাপত্তাকর্মীকে হত্যা করেছে সংঘবদ্ধ চোর চক্র। এঘটনার জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৪ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে পুলিশ সুপার (এসপি) মো. আব্দুল জলিল এক সংবাদ সম্মেলনে গ্রেপ্তারের বিষয়টি জানিয়েছেন। এর আগে সোমবার (১৩ জানুয়ারি) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন- ফরিদপুর ভাঙ্গার আলেখারকান্দা এলাকার মৃত রাজ্জাক কাজীর ছেলে আল-আমিন কাজী (৪০), সদরপুর উপজেলার চরব্রাহ্মণদী এলাকার আব্দুল কাইয়ূম হাওলাদারের ছেলে অভি হাওলাদার (২৪), একই উপজেলার হাজেরিয়া হাজিরকান্দি এলাকার মজিবর রহমানের ছেলে আব্দুর রহমান (২০)। পুলিশ সুপার (এসপি) আব্দুল জলিল বলেন, “সম্প্রতি ভাঙ্গার তুজারপুর এলাকায় এক চিকিৎসকের বাড়িতে চুরি করতে যায় সংঘবদ্ধ চোর চক্র। এসময় ওই বাড়ির নিরাপত্তাকর্মী আব্দুল ওহাব মাতুব্বর...
Developed by BDITHOST