নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা বুধবার। রাত ২:৫০। ১৬ জুলাই, ২০২৫।

চোরাকারবারি সন্দেহে আটক, তল্লাশি করে সোনার ২০০ আংটি উদ্ধার

জুলাই ১৫, ২০২৫ ৯:১০
Link Copied!

পাবনা প্রতিনিধি : ২০০টি সোনার আংটিসহ চোরাকারবারি সন্দেহে পাবনার বেড়ায় এক নারীকে আটক করেছে কাজিরহাট নৌ পুলিশ। গতকাল সোমবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার আমিনপুর থানাধীন কাজিরহাট লঞ্চঘাট থেকে তাঁকে আটক করা হয়। আটক নারীর নাম করুনা খাতুন (২৫)। তিনি মানিকগঞ্জ জেলার সিঙ্গাইর উপজেলার গোবিন্দল গ্রামের ইসাহাক আলীর স্ত্রী।

পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানায়, কাজিরহাট লঞ্চঘাট থেকে আরিচা যাওয়ার সময় ওই নারীর চলাচল ঘাট কর্তৃপক্ষের সন্দেহভাজন মনে হয়। তিনি নিয়মিত কাজিরহাট লঞ্চঘাট দিয়ে পারাপার হতেন। আচরণে বিশেষ অসংগতি লক্ষ করা গেলে তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য বসিয়ে রাখেন স্থানীয় বাসিন্দারা।

আরও পড়ুনঃ  রাবিতে জুলাই স্মৃতি চত্বরের ভিত্তিপ্রস্তর স্থাপন

পরে কাজিরহাট নৌ পুলিশ এসে লঞ্চঘাট পল্টনে জনসম্মুখে তাঁর ব্যাগ ও অন্যান্য জিনিসপত্র তল্লাশি করে ২০০টি সোনার আংটি উদ্ধার করে। উদ্ধার সোনা বিশেষভাবে তুলায় মোড়ানো অবস্থায় ছিল, যাতে সহজে চোখে না পড়ে। পুলিশের ধারণা, এটি একটি বড় চোরাচালান চক্রের অংশ হতে পারে। কারণ, আটক নারী সোনার কোনো কাগজপত্র দেখাতে পারেননি।

আরও পড়ুনঃ  জনস্বার্থকে প্রাধান্য দিয়ে সম্প্রচার-ব্যবস্থা যুগোপযোগী করা হবে : তথ্য ও সম্প্রচার উপদেষ্টা

জানতে চাইলে কাজিরহাট নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ অরবিন্দ সরকার বলেন, ‘সন্দেহ করা নারীকে আটকের পর ঘটনাস্থলের ঘাটের হোটেলের এক মহিলাকে দিয়ে তাকে তল্লাশি করানো হয়। এ সময় তার কাছে থাকা একটি লাল ব্যাগ থেকে বিশেষভাবে স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় ২০০টি সোনার আংটি পাওয়া যায়। আমরা ঘটনাস্থলেই একজন স্বর্ণকারকে ডেকে এনে জনসম্মুখে সোনা পরীক্ষা ও ওজন দিই। এতে আংটিগুলোর ওজন ৪৮ ভরি ১৪ আনা। যার বর্তমান আনুমানিক বাজারমূল্য ৫৬ লাখ ৮০ হাজার টাকা। তাকে জিজ্ঞাসাবাদ করলে সে কোনো কাগজপত্র দেখাতে পারেনি।’

আরও পড়ুনঃ  দেশব্যাপী নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে বাঘায় বিএনপির বিক্ষোভ মিছিল

অরবিন্দ সরকার জানান, অভিযুক্ত নারীকে আমিনপুর থানায় সোপর্দ করা হয়। তাঁর বিরুদ্ধে মামলা করে আদালতে সোপর্দ করা হবে। ঘটনার বিষয়ে তদন্ত চলমান রয়েছে।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।