অনলাইন ডেস্ক : পাগলাটে এক রাতের স্বাক্ষী থাকল ফুটবলপ্রেমীরা। গতকাল (মঙ্গলবার) রাতে চ্যাম্পিয়ন্স লিগে প্রায় প্রতিটি ম্যাচেই গোল বন্যা দেখা গেল। প্যারিস সেইন্ট জার্মেই থেকে বার্সেলোনা —প্রায় সব ক’টি বড় দলই জিতেছে বড় ব্যবধানে। সব মিলিয়ে ৯টি ম্যাচে ৪৩টি গোল হয়েছে। ৬টি দল চার বা তার বেশি গোল করেছে। এ ছাড়া ৫টি লাল কার্ড এবং ৬ পেনাল্টিও ছিল খ্যাপাটে এই রাতে। সবচেয়ে বেশি গোল হয়েছে পিএসজি–লেভারকুসেনের ম্যাচে। ৯ গোলের এই ম্যাচে পিএসজি জিতেছে ৭–২ গোলে। এ ছাড়া বার্সেলোনা ৬-১ গোলে হারিয়েছে অলিম্পিয়াকোসকে। পিএসভি আইন্দোভেনের কাছে নাপোলির ২-৬ গোলে হার দিনের অঘটন। আর্সেনাল, ইন্টার মিলান জিতেছে চার গোলে। পিএসজির সাত গোল জাবি আলোনসোর অধীনে গত মৌসুমের দারুণ চমক দেখিয়েছিল লেভারকুসেন। কোচ-খেলোয়াড়ের পাশাপাশি অনেক কিছুই বদলে গেছে জার্মান ক্লাবটিতে। চমক জাগানিয়া সেই...
Developed by BDITHOST